অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ শেষমেশ অনেক অপেক্ষার পর বাংলায় শীত জাঁকিয়ে পড়েছে। আকাশে মেঘ সরে রোদ পড়তেই কনকনে ঠান্ডা পড়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আজ ও আগামীকাল কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হতে পারে। এর জেরে দু’দিন পর আবার তাপমাত্রা কমতে পারে। ফলে আবার হাড়হিম করা ঠান্ডা পড়বে। এছাড়া অসময়ের বৃষ্টিতে ফসলের ক্ষতি হতে পারে।
শীতকালে উত্তর থেকে আসা শিরশিরানি ঠান্ডা হাওয়া বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পকে প্রবেশ করতে দেয় না। আর ঘনীভূত হতে দেয় না। কিন্তু ঝাড়খণ্ড এবং ছত্রিশগঢ়ে ঠান্ডা বাতাস বিক্ষিপ্ত হয়ে ছড়িয়ে পড়ায় দক্ষিণে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প এসে তা ঘনীভূত হয়েই বৃষ্টির পরিস্থিতি তৈরী হয়েছে।
পূর্বাভাস অনুযায়ী আজ বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরে হালকা বৃষ্টি হতে পারে। আর আগামীকাল বাঁকুড়া, হাওড়া, হুগলী, পুরুলিয়া, কলকাতা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং উত্তর চব্বিশ পরগণায় হালকা বৃষ্টি হতে পারে। অন্যদিকে, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগণায় হালকা থেকে মাঝারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।