নিজস্ব সংবাদদাতাঃ নদীয়াঃ নদীয়ার রানাঘাটের কৃষ্ণনগরে দোকান বন্ধ করে রাজ্য সড়ক দিয়ে বাড়ি ফেরার পথে স্বামীর উপস্থিতিতে ম্যাটাডোরে পিষ্ট হয়ে এক দম্পতির মৃত্যু হয়েছে। মৃতার নাম তন্দ্রা বিশ্বাস। বয়স ৩২ বছর। বাড়ি তাহেরপুর থানার শ্যামনগর কামগাছি এলাকায়। তন্দ্রা দেবীর এহেন মর্মান্তিক মৃত্যুতে স্বামী সুজন বিশ্বাস একেবারে শোকস্তব্ধ।
জানা গেছে, সুজনবাবুর কোতোয়ালি থানার জালালখালিতে একটি ওষুধের দোকান রয়েছে। মধ্যরাতে দম্পতি বাইকে করে বাড়ি ফিরছিলেন। তখন খামার শিমুলিয়া এলাকা পার হওয়ার সময় কুয়াশার জেরে তন্দ্রা দেবীর চশমা ঘোলা হয়ে যায়, আর বাইকে বসেই চশমা মোছার সময় হঠাৎ চশমাটি মাটিতে পড়ে যায়। এরপর তন্দ্রা দেবী বাইক দাঁড় করিয়ে চশমাটি কুড়োতে গেলে পিছনে থাকা একটা ছোটো ম্যাটাডোরের চালকের সাথে বচসা হয়। এমনকি স্ত্রী সহ সুজনবাবুকে মারধর করা হয়।
Sponsored Ads
Display Your Ads Here
ওই সময় সুজনবাবু পরিচিত কয়েকজনকে ফোন করার চেষ্টা করলে মুহুর্তের মধ্যে ম্যাটাডোর চালক হেডলাইট নিভিয়ে এসে কিছু বুঝে ওঠার আগেই তন্দ্রা দেবীকে পিষে দিয়ে চলে যায়। এতে তন্দ্রা দেবীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। তারপর সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। ব্যবসায়ীর অভিযোগ, “পরিকল্পিতভাবে খুন করা হয়েছে।” এই ঘটনায় তাহেরপুর থানার পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযোগের ভিত্তিতে একটি খুনের মামলা রুজু করে। পাশাপাশি তদন্তে নেমে ঘাতক ম্যাটাডোরটিকে আটক করে চালক বিপুল মুস্তাফিকে গ্রেফতার করেছে। আর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here9