পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ দক্ষিণ চব্বিশ পরগণার কুলতলি থানার কাটামারি গ্রামে স্ত্রী পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন, এই সন্দেহে তাকে ধারালো অস্ত্র দিয়ে খুন করার অভিযোগ উঠলো স্বামীর বিরুদ্ধে। মৃতার নাম বিমলা মণ্ডল। অভিযুক্তের নাম বিপ্লব মণ্ডল।
পরিবারের অভিযোগ, “প্রায় দশ বছর আগে বিমলার বিপ্লবের সাথে দেখাশোনা করেই বিয়ে হয়। ওই দম্পতির তিন জন সন্তানও রয়েছে। কিন্তু সম্প্রতি বিমলা এলাকারই এক জন যুবকের সাথে সম্পর্কে জড়িয়ে পড়েন। আর প্রায়শই ওই যুবকের সাথে ফোনে কথা বলতেন। এই নিয়ে মাঝে-মাঝেই বিপ্লবের সাথে অশান্তি চলত। এরপর বিমলার বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির তরফে বেশ কয়েক বার দাম্পত্য কলহ মেটানোর চেষ্টা করা হয়। তবে তাতেও লাভ হয়নি।
আর গতকাল ফোনে কথা বলার সময় আচমকা বিপ্লব স্ত্রীর উপর হামলা চালান। তারপর বিমলার বাপের বাড়ির সদস্যরা কুলতলি থানায় লিখিত অভিযোগ দায়ের করে। আর বিপ্লবের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে অভিযুক্তকে গ্রেফতার করে। আর বিপ্লবের বিরুদ্ধে খুনের মামলা রুজু করে বারুইপুর মহকুমা আদালতে হাজির করানো হয়। পাশাপাশি ঘটনাস্থল থেকে খুনে ব্যবহৃত একটি অস্ত্র উদ্ধার করা হয়।