রায়া দাসঃ কলকাতাঃ গত কয়েকদিন ধরে শহরের বিভিন্ন প্রান্তে লিওনেল মেসির ছবি সহ বড়ো বড়ো ব্যানার পড়েছিল। নীচে লেখা ‘G.O.A.T’। আর তার নীচে লেখা, ‘A Satadru Dutta Initiative’. গত কয়েকমাস ধরে এই শতদ্রু দত্তই কলকাতা তথা বাংলাকে ফুটবলের ভগবান মেসির স্বপ্ন দেখিয়েছেন। কিন্তু হাজার হাজার টাকার টিকিট কেটে দর্শকরা আজ লিওনেল মেসিকে দেখতে না পাওয়ায় শতদ্রু দত্ত সকলের কাছে প্রতারণাচক্রী হয়ে উঠলেন। রাজনৈতিক নেতা থেকে দর্শক, প্রত্যেকেই তাঁর বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে রণক্ষেত্র পরিস্থিতি তৈরী হওয়ার পর গ্রেফতারও হয়েছেন।

উল্লেখ্য, এই শতদ্রু দত্ত হুগলীর রিষড়ার বাসিন্দা। শ্রীরামপুরের হলি হোম স্কুলে পড়াশোনা করতেন। ছোটোবেলায় ক্রিকেট খেলতেন। কেরিয়ারের শুরুতে ফিনান্স ও বিনিয়োগ সংক্রান্ত কাজ করতেন। এক সময় প্রাইভেট ফার্মে চাকরী করতেন। নিজের জামাইবাবুর সাথে ইভেন্টের কাজ শুরু করেছিলেন। পরে সেই কাজ একাই এগিয়ে নিয়ে যান। তবে খেলাধূলা, বিশেষত ফুটবল নিয়ে শতদ্রু দত্তর আগ্রহ থাকায় সেই প্যাশনটাই একটা সময় ফুলটাইম পেশা হয়ে দাঁড়িয়েছে। এরপর তিনি ঠিক করে ফেলেন আন্তর্জাতিক ফুটবল সংস্কৃতির ছোঁয়া কলকাতা তথা ভারতে ছড়িয়ে দেবেন।

সেই লক্ষ্যেই একের পর এক ফুটবলারকে নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন। এমনকি নিজের বাড়ির ছাদেই ফুটবল মাঠ বানিয়ে ফেলেছেন। শতদ্রু দত্তর সংস্থার নাম, ‘আ শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ’। ওই সংস্থাই তাঁর একের পর এক স্বপ্নের প্রজেক্টে সাফল্য এনে দিয়েছে। পাশাপাশি শতদ্রু দত্ত পেশায় একজন স্পোর্টস প্রোমোটার এবং ইভেন্ট অর্গানাইজারও বটে। লিওনেল মেসি ছাড়াও পেলে, মারাদোনা ও কাফুকেও ভারতে এনেছিলেন। আর এভাবেই নিজের উত্থান শুরু করেন। এবার অনেক কাঠখড় পুড়িয়ে লিওনেল মেসিকে আনার ব্যবস্থা করেছিলেন। কিন্তু ক্ষণিকের মধ্যে স্বপ্ন, দুঃস্বপ্নে পরিণত হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here









