নিজস্ব সংবাদদাতাঃ পুরুলিয়াঃ গতকাল পুরুলিয়ার পারা থানার হাতি মারা এলাকায় মোষের লড়াই চলাকালীন মোষের গুঁতোয় মৃত্যু হয়েছে নডিহা এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী রথু বাউরি নামে এক জন প্রৌঢ়ের।
পুরুলিয়ার বিভিন্ন প্রান্তে কাড়া বা মোষের লড়াই হয়। দু’টি পশুর লড়াই দেখতে বহু মানুষের সমাগম হয়। এদিনও পারা থানার হাতিমারার মাঠে এই লড়াইয়ের আয়োজন করা হয়েছিল। যা দেখতে প্রায় চার থেকে পাঁচ হাজার মানুষ ভিড় জমিয়েছিলেন। আর ওই সময় একটি মোষের গুঁতোয় রথুবাবু আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here
এরপর তাকে উদ্ধার করে প্রথমে কুস্তাউর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে শারীরিক অবস্থার অবনতির জন্য পরে পুরুলিয়া সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো সম্ভব হয়নি।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য যে, জেলার কয়েকটি থানা এই লড়াই বন্ধের উদ্যোগ নিয়েছিল। কিন্তু কুড়মি সমাজ ও মানভূম সংস্কৃতি রক্ষা কমিটি এর বিরোধীতা করে থানায় স্মারকলিপি জমা দেয়।
Sponsored Ads
Display Your Ads Here