নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ আরাবল্লির পাহাড়ের ঢাল থেকে প্রায় ২০০ ফুট নীচে পড়ে মৃত্যু হলো ফরিদাবাদের বাসিন্দা কমল সিংহ নামে এক জন যুবকের। কমল পেশায় ফ্যাব্রিক জিজাইনার।
জানা গিয়েছে যে, তিনি রবি ও হরমন্দির নামে দুই বন্ধুর সঙ্গে বেড়াতে গিয়েছিলেন। শনিবার সন্ধেবেলা আরাবল্লির জঙ্গলে ঘুরতে ঘুরতে স্ত্রীকে ভিডিও কল করে কথা বলার সময় খাদে পড়ে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
এই ঘটনার পর রবি এবং হরমন্দির পুলিশের কাছে খবর দেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। কিন্তু অন্ধকার থাকায় মৃতদেহ উদ্ধার করতে গিয়ে সমস্যায় পড়তে হয়। তবে প্রায় ছয় ঘণ্টা পর কমলকে মৃত অবস্থায় ক্রেন ও দড়ি দিয়ে উপরে তোলা হয়।
পুলিশ সূত্রে এও জানা গিয়েছে যে, তিন জনই মদ্যপান করে পাহাড়ে বেড়াতে বেরিয়েছিলেন। ময়নাতদন্তের রিপোর্টেও অ্যালকোহল পাওয়া গিয়েছে। এই ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১৭৪ ধারায় মামলা দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে।