নিজস্ব সংবাদদাতাঃ কোচবিহারঃ কোচবিহারের দিনহাটার দুই নম্বর ব্লকে হলদিকুরা রেল ব্রিজ সংলগ্ন এলাকায় রেললাইনে্র উপর দাঁড়িয়ে ফোনে ভিডিও তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে অজ্ঞাতপরিচিত ২ জন যুবকের।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘‘গতকাল দীর্ঘক্ষণ থেকে ওই দুই জন যুবক রেললাইনে দাঁড়িয়ে ফোনে ছবি ও ভিডিও তুলছিলেন। আর তখনই দিনহাটা থেকে শিয়ালদহগামী উত্তরবঙ্গ এক্সপ্রেস এসে পড়লে তারা সরে যেতে না পেরে ট্রেনের ধাক্কায় মারা যান।’’
![- Sponsored -](https://indianprimetime.in/wp-content/uploads/2021/02/advertisehere.png)
- Sponsored -
ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে অন্য জনেরও ঘটনাস্থলে মৃত্যু হয়। স্থানীয়দের কাছ থেকে এই দুর্ঘটনার খবর পেয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যান। রেলপুলিশ মৃতদেহ দু’টিকে নিয়ে যান। মৃতদের পরিচয় জানতে সাহেবগঞ্জ থানার সাথে রেলপুলিশও তদন্তে নেমেছেন।