Indian Prime Time
True News only ....

ফুচকা ভাজতে গিয়ে চরম বিপত্তি নেমে এলো ব্যবসায়ীর পরিবারে

নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীর চুঁচুড়া পুরসভার বারো নম্বর ওয়ার্ডের ঘুটিয়াবাজারে একটি বাড়িতে ফুচকা ভাজার জন্য গ্যাস জ্বালাতে গিয়ে গ্যাস লিক করে মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে ভয়াবহ ঘটনা ঘটে। এমনকি চারিদিকে ধোঁয়াও ভরে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে শোরগোল ছড়িয়ে পড়ে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পেশায় ফুচকা ব্যবসায়ী কিশোরী সিং ফুচকা বেলে ভাজার জন্য গ্যাস জ্বালান। ফুচকা ভাজার সময়েই গন্ধ পাচ্ছিলেন। কিন্তু তাতে বিশেষ একটা আমল দেননি। এরপর সিলিন্ডার লিক করে সমগ্র বাড়িতে আগুন লেগে যায়। তারপর প্রথমে এলাকাবাসীরা ছুটে এসে প্রথমে বাড়ি থেকে বালতি-গামলা করে জল এনে আগুন নেভানোর চেষ্টা করেন। তবে তাতে আগুন নিয়ন্ত্রণে আসছিল না। পাশাপাশি দমকল বিভাগে খবর দেওয়া হয়। দমকল কর্মীরা খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে যান। কিন্তু আগুন নেভাতে গিয়ে এক জন দমকল কর্মী আহত হয়েছেন।

দমকল সূত্রের খবর অনুযায়ী, আগুন লেগে বাড়ির ভিতরে সমস্ত আসবাবপত্র অর্থাৎ পাখা, ফ্রিজ, টিভি, এমনকি আলমারিতে রাখা সব টাকাও পুড়ে একেবারে শেষ হয়ে গিয়েছে। দমকলের আধিকারিক দেবাশিস বিশ্বাস জানান, “ছোটো ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। নিয়ন্ত্রণে আনতে সমস্যায় পড়তে হয়। কিশোরীবাবুর স্ত্রী রীতা দেবী সিং ক্যান্সার আক্রান্ত। আর আগুন লাগার সময় রীতা দেবী ঘরেই ছিলেন। ফলে তাকে কোনোভাবে বাইরে বের করা হয়। যদিও রীতা দেবী অল্প আহত হয়েছেন।

Get real time updates directly on you device, subscribe now.