নদীতে স্নান করতে গিয়ে জলের তোড়ে তলিয়ে গেল ২ যুবক
নিজস্ব সংবাদদাতাঃ বিহারঃ বাংলা থেকে বিহারের নদীতে স্নান করতে গিয়ে জলের স্রোতে তলিয়ে গেল দুই যুবক। ইসলামপুর সংলঘ্ন বিহারের পাহারকাটা থানার বলদিহাটা এলাকায় এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
তলিয়ে যাওয়া দুই যুবক ইসলামপুরের ইরানি বস্তি এলাকার বলে জানা গেছে।
স্থানীয় সূত্র অনুযায়ী জানা যায়, এক যুবককে স্নান করতে নেমে ডক নদীতে প্রথমে তলিয়ে যেতে দেখে আরেক যুবক তাকে বাঁচাতে নদীতে ঝাঁপ দেয়। এরপর দ্বিতীয় যুবকও নদীর গভীর জলে তলিয়ে যায়।
ঘটনাটি জানাজানি হতেই বিহার বাংলার জনপ্রতিনিধিরা সহ পাহারকাটা থানার পুলিশ ছুটে আসেন। সন্ধ্যা অবধি ডুবুরি না আসায় ওই যুবকদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
ইসলামপুর পৌরসভার প্রশাসক কানাইলাল আগরওয়াল জানিয়েছেন, “তিনি এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন। মোট পাঁচ জন যুবক ইসলামপুর থেকে সেখানে স্নান করার উদ্দেশ্যে যায়। কিন্তু তিনজন কোনোক্রমে বেঁচে গেলেও বাকি দু’জনের আর কোনো সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা নেমে যাওয়ায় উদ্ধার কাজের জন্য কোনো টিম না আসায় বৃহস্পতিবার সকাল থেকেই উদ্ধার কার্য শুরু হয়েছে”।