নিজস্ব সংবাদদাতাঃ ঝাড়গ্রামঃ গতকাল ঝাড়গ্রাম ব্লকের চুবকাতে ৬০ বছর বয়সী বাসন্তী ঘোড়াই নামে এক বৃদ্ধা স্নান করতে গিয়ে কংসাবতী নদীতে তলিয়ে গেলেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল বাসন্তী দেবী স্নান করতে বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া কংসাবতী নদীতে নেমেছিলেন কিন্তু হটাত্ করেই তিনি জলের স্রোতে একেবারে তলিয়ে যান।
কিছুক্ষণ পরে পরিবারের সদস্যরা এই খবর পেয়ে ছুটে এলেও বাসন্তী দেবীর সন্ধান পাওয়া যায়নি। সকাল থেকেই ওই গ্রামের চল্লিশ থেকে পঞ্চাশ জন ছেলে নদীতে নেমে তল্লাশি চালালেও প্রত্যেকেই ব্যর্থ হয়।
মানিকপাড়া বিট হাউসের পুলিশ এই ঘটনাটির খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌকার সাহায্যে তল্লাশি চালানো শুরু করে। তবে এখনো অবধি বাসন্তী দেবীর কোনো খোঁজখবর না পাওয়ায় কান্নায় ভেঙে পড়েছে পরিবারের সদস্যরা।