মিনাক্ষী দাসঃ পাহাড় ভালোবাসে না এমন মানুষ নিতান্তই কম। বছরের শুরু হোক বা শেষ কিংবা ছুটি কাটানো, পাহাড়ই হয়ে ওঠে মূল গন্তব্য। যার প্রতি বাঁকে বাঁকে রয়েছে এক অপূর্ব সৌন্দর্য। প্রতিটি ঋতুতে পাহাড় নিজের সাজে সেজে ওঠে। প্রতিদিন দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় প্রচুর মানুষ পাহাড়ে ঘুরতে যান। তবে যারা হিমালয়ে গিয়েছেন তারা নিশ্চয় পাহাড়ি জায়গায়-জায়গায় লাল-নীল-সবুজ-হলুদ ছোটো-ছোটো পতাকাকে টাঙানো থাকতে দেখেছেন। হয়তো এই পতাকার সামনে দাঁড়িয়ে ছবিও তুলেছেন। কিন্তু জানেন এই পতাকার আসল অর্থ কি?

মূলত, হিমালয়ের উপত্যকায় এই ধরণের রঙ-বেরঙের পতাকা দেখা যায়। হাওয়ায় যা আরো বেশী করে সৌন্দর্য বাড়িয়ে দেয়। এই পতাকাগুলিকে ইংরেজিতে ‘উইন্ড হর্স’ বলা হয়। আর তিব্বতিতে লুঙতা বলা হয়। পতাকাগুলির প্রতিটি রঙ প্রকৃতির এক-একটি উপাদানের প্রতীক। পাহাড়ের কোলে নীল রঙের যে পতাকা দেখা যায়, তার অর্থ আকাশ। সাদা পতাকার অর্থ বাতাস। আর লাল পতাকার অর্থ আগুন। সবুজ পতাকা জলকে বোঝায়। আর হলুদ পতাকা পৃথিবীকে নির্দেশ করে।

এই পতাকাগুলি প্রচুর মানুষের প্রার্থনা। বৌদ্ধরা বিশ্বাস করে, ‘বাতাস এই পতাকার উপর মুদ্রিত মন্ত্র ও প্রার্থনাগুলি পুরো জায়গা জুড়ে ছড়িয়ে দেয়। যা মানুষের জীবনে সুখ-শান্তি-প্রাচুর্য সহ সৌহার্দ্য নিয়ে আসে।’ এমনকি পরিবেশের সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে তোলে। এছাড়া আরো এক ধরণের পতাকা থাকে। যা বড়ো বড়ো সাদা রঙের। লম্বা-লম্বা এই সাদা পতাকাগুলোকে দাড়চা অথবা দাড়চোক বলে। যারা এই পৃথিবী ছেড়ে চলে গিয়েছেন এবং যারা পৃথিবীতে বাস করছেন তাদের সকলের সম্মান জানানোর জন্য পাহাড়ের কোলে এই পতাকা টাঙিয়ে রাখা হয়। দাড়চা হোক বা উইন্ড হর্স, পাহাড়ের এই পতাকাগুলি পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণ৷
Sponsored Ads
Display Your Ads Here









