অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা। এই উৎসবকে ঘিরে বাঙালী আনন্দে মাতোয়ারা হয়ে ওঠে। শহর থেকে শহরতলি সর্বত্র এই উৎসব পালন করা হয়। ইউনেস্কো এই উৎসবকে হেরিটেজ বলে ঘোষণা করার পর থেকে মহাসাড়ম্বরে পালিত হয়। পাশাপাশি রাজ্য সরকারের অনুদানের বহরও বেড়েছে। প্রতি বছরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অনুদানের পরিমাণ বাড়াচ্ছেন। আরো বেশী সংখ্যক ক্লাবকে অনুদানের আওতায় আনা হচ্ছে। কিন্তু এই টাকা আসছে কোথা থেকে? এই প্রশ্ন তুলেই এবার কলকাতা হাইকোর্টে মামলা হয়েছে।
গত ২৩ শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন, গতবছরের থেকে ১৫ হাজার টাকা করে বাড়িয়ে ৮৫ হাজার টাকা অনুদান দেওয়া হবে। এমনকি ক্লাবগুলির জন্য বিদ্যুৎয়ের ছাড় ৬৬ শতাংশ থেকে ৭৫ শতাংশ করে দেওয়া হয়েছে। পাশাপাশি পরের বছর ক্লাবগুলিকে এক লক্ষ টাকা করে দেওয়ার কথাও বলে দিয়েছেন। আর এরপরই আদালতে মামলা করা হয়। আগেও সৌরভ দত্ত নামে এক ব্যক্তি এই অনুদান নিয়ে মামলা করেছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
এবার সৌরভ দত্ত সেই মামলাতেই নতুন করে আবেদন করেছেন যে, গত কয়েক বছরে রাজ্যের তরফে পুজোয় যে অনুদান দেওয়া হচ্ছে, সেই নিয়ে নিরপেক্ষ তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত হওয়া উচিত। আর জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে, এই টাকার উৎস কি? ক্লাবগুলি এই টাকা গাইডলাইন মেনে খরচ করছে কি না। উল্লেখ্য, আগেও এই বিষয়ে মামলা হয়েছিল। সেই সময় হাইকোর্ট রাজ্যের কাছে রিপোর্ট চেয়েছিল। কিন্তু রাজ্য সরকার কোনো রিপোর্ট দেয়নি।
Sponsored Ads
Display Your Ads Here