ব্যুরো নিউজঃ নিউজিল্যাণ্ডঃ নিউজিল্যান্ডে একটি পরিবার নিলামে ওঠা একটি স্যুটকেস কিনে এনেছিলেন। কিন্তু বাড়িতে এসে সেই স্যুটকেস খুলতে সকলেই শিউরে উঠলেন। স্যুটকেসের ভিতর থেকে মানুষের খুলি, হাড়গোড় সহ দেহের বিভিন্ন অংশ বেরিয়ে আসে।
এরপরই ওই পরিবারের সদস্যরা কোনোরকম ঝুঁকি না নিয়ে পুলিশের কাছে খবর দেন। পুলিশ ওই বাড়িতে এসে স্যুটকেস ও দেহাবশেষ নিয়ে যান। ওই পরিবার সূত্রে জানা গিয়েছে যে, নিলামের সময় ওই স্যুটকেসের ভিতর কি রয়েছে তা দেখতে না দেওয়ায় কিছু জানা যায়নি। তবে ওই পরিবার দীর্ঘ দিনের পুরোনো ওই স্যুটকেস কিনেছিলেন কেন সেই বিষয় কিছু জানা যায়নি।
Sponsored Ads
Display Your Ads Hereপুলিশ ওই মৃতদেহটি কার আর ওই মৃতদেহ কতো দিনের পুরনো এবং মৃতদেহ ওই স্যুটকেসে এলো কিভাবে সব খতিয়ে দেখছেন। নিলামকারী সংস্থার সাথেও এই বিষয়ে যোগাযোগ করা হয়েছে। যদিও হাসপাতাল থেকে ময়নাতদন্তের রিপোর্ট এলে সমগ্র বিষয়টি সম্পর্কে পুরোপুরি জানা যাবে। আপাতত এই বিষয়টি নিয়ে ওই পরিবারের সদস্যরা আতঙ্কে রয়েছেন।