নিজস্ব সংবাদদাতাঃ বর্ধমানঃ বর্ধমানের কালনার ধর্মডাঙা এলাকায় একটি আত্মীয়ের বাড়িতে শ্রাদ্ধ অনুষ্ঠানে গিয়ে ১১ মাসের শিশু পুত্রের মৃত্যু হয়েছে। বাড়ি হুগলীর মগরার জয়পুর এলাকায়। এই মর্মান্তিক ঘটনায় পরিবার সহ সমগ্র এলাকায় শোকের ছায়া নেমে আসে।
জানা গিয়েছে, ওই এলাকার বাসিন্দা বচ্চন শীলের এলাকার বাসিন্দা রুমার সাথে বিয়ে হয়। আর ওই শিশু বচ্চন ও রুমার সন্তান। কিন্তু গত দু মাস ধরে স্বামী-স্ত্রীর মধ্যে সাংসারিক বিভিন্ন বিষয় নিয়ে অশান্তি চলছিল। এরপর রুমা বাবার বাড়িতে চলে যান। আর গত দু’দিন আগে কালানার ধর্মডাঙা এলাকায় এক জন আত্মীয়ের বাড়িতে পুত্র সন্তানকে নিয়ে খেতে যান। তারপর গতকাল বিকেলবেলা শিশুকে ঘরে শুয়ে রেখে খেতে যান।
Sponsored Ads
Display Your Ads Here
পরিবার সূত্রে জানা গিয়েছে, কিছুক্ষণ পর এক জন আত্মীয় ঘরে গিয়ে দেখতে পান, ওই শিশুটি মেঝেতে উল্টে পড়ে রয়েছে। কোনোরকম আওয়াজও করছে না। এরপর ওই শিশুকে তড়িঘড়ি কালনা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃত শিশুর বাবা বচ্চন শীল দাবী করেন, “শিশুর মৃত্যু স্বাভাবিক নয়। এর পেছনে কোনো রহস্য রয়েছে।”
Sponsored Ads
Display Your Ads Here