নিজস্ব সংবাদদাতাঃ মধ্যপ্রদেশঃ মায়ের গর্ভে শিশুর মৃত্যু হওয়ায় ওই দম্পতি মৃত শিশুটিকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অ্যাম্বুলেন্স চেয়েও না পাওয়ায় ওই দম্পতি বাধ্য হয়ে মৃত শিশুকে বাইকের বাক্সে রেখেই নিয়ে গেলেন। মধ্যপ্রদেশের সিংরাউলিতে এই ঘটনায় তীব্র শোরগোল পড়ে গিয়েছে।
সূত্রের ভিত্তিতে জানা গিয়েছে, দীনেশ ভারতী নামে এক জন ব্যক্তি স্ত্রীকে প্রসবের জন্য নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু ওই হাসপাতালের এক জন চিকিৎসক একটি বেসরকারী ক্লিনিকে যেতে বললে দীনেশবাবু স্ত্রীকে নিয়ে ক্লিনিকে যান।
হাসপাতালের তরফে ওই ক্লিনিকে কথা বললেও সেখানে প্রসবের জন্য পাঁচ হাজার টাকা দিতে হয়। এরপর পরের দিন আলট্রাসোনোগ্রাফি করানো হলে দেখা যায় যে, মহিলার গর্ভে শিশুটির মৃত্যু হয়েছে। তবে ক্লিনিক কর্তৃপক্ষ এই অবস্থায় মহিলার প্রসব করাতে রাজি না হয়ে ওই হাসপাতালে যেতে বলেন।
পরে হাসপাতালে মহিলার প্রসব করানো হয়। তারপর ওই দম্পতি মৃত শিশুকে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্স চাইলে হাসপাতাল কর্তৃপক্ষ কোনোরকম অনুরোধ না শোনায় মৃত শিশুকে বাইকের বাক্সে রেখে জেলাশাসকের অফিসে সাহায্যের জন্য যান। এছাড়া চিকিৎসায় গাফিলতির অভিযোগ করেন।
জেলাশাসক রাজীব রঞ্জন মীনা এই প্রসঙ্গে জানান, ‘‘আমরা খবরটা শোনা মাত্রই বিস্তারিত খোঁজ নিয়েছি। এই বিষয়টি ভালোভাবে খতিয়ে দেখা হচ্ছে। কোনোরকম গাফিলতি হয়ে থাকলে পদক্ষেপ গ্রহণ করা হবে।’’