নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ এবার হাসপাতালের ভেতরেই ঘটলো চরম লুঠপাঠের ঘটনা। জানা গেছে বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ ও হাসপাতালে রোগীর আত্মীয়দের চায়ের সাথে মাদক মিশিয়ে অজ্ঞান করে টাকা লুঠ করার ঘটনা ঘটলো। ওই আত্মীয়দের বেশীরভাগেরই বাড়ি কোতুলপুর ব্লক এলাকায়।
হাসপাতালে থাকা কয়েকজন রোগীর আত্মীয়রা জানিয়েছেন, “গতকাল রাতেরবেলা এক চাওয়ালার কাছে চা খাওয়ার পরেই পাঁচ থেকে ছ’জন অজ্ঞান হয়ে যান। সারারাত ওভাবেই পড়েছিলেন। আজ বেলার দিকে আউটডোর সংলঘ্ন এলাকায় একজন মহিলা সহ ছ’জনকে অচৈতন্য অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে প্রাথমিক চিকিত্সার জন্য ভর্তি করা হয়। দুপুর বেলায় জ্ঞান ফিরতে তারা দেখেন যে তাদের কাছে থাকা সমস্ত মোবাইল ও টাকা-পয়সা সব কিছু চুরি হয়ে গেছে”।
ওই রোগীর আত্মীয় পরিজনদের দাবী যে, “তাদের প্রত্যেকের কাছ থেকে প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা করে লুঠ করা হয়েছে”। এরপরেই স্থানীয় পুলিশের কাছে এই বিষয়ে খবর দেওয়া হয়।
এই ঘটনার পর হাসপাতাল কর্তৃপক্ষ এই বিষয়ে মানুষকে আরো বেশী সচেতন করার উদ্দেশ্যে হাসপাতাল চত্বরে মাইকিং করে বাইরের অপরিচিত মানুষের কাছ থেকে কোনো খাবার না খাওয়ার পরামর্শ দিয়েছে। এই চুরির ঘটনাকে কেন্দ্র করে হাসপাতাল চত্বর জুড়ে তুমুল উত্তেজনাজনক পরিস্থতির সৃষ্টি হয়েছে।
অবশ্য মনে করা হচ্ছে যে, হাসপাতালে ভর্তি থাকা রোগীদের আত্মীয়-পরিজনদের অনেককেই হাসপাতাল চত্বরে আশ্রয় নিতে হয়। ফলে অনেক সময়ে একে অপরের সঙ্গে সম্পর্কও তৈরী হয়ে যায়। আর সেই সুযোগ নিয়েই কেউ বা কারা চায়ের সাথে মাদক জাতীয় খাবার মিশিয়ে রোগীর আত্মীয়-পরিজনদের কাছ থেকে সর্বস্ব লুঠ করে থাকতে পারে। যদিও এই ঘটনায় পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছে।