নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ আজ সকালবেলা হুগলীর চুঁচুড়া পুরসভার সাতাশ নম্বর ওয়ার্ডের দাসপাড়ায় ডাস্টবিনের মধ্যে থেকে কঙ্কাল উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। কালো রঙের প্লাস্টিকে টান পড়তেই গিঁট পাকানো মুখ খুলে মানুষের খুলি ও হাড়গোড় বেরিয়ে পড়তেই চক্ষু চড়কগাছ।
স্থানীয় সূত্রে জানা যায়, সাফাইকর্মীরা ডাস্টবিন পরিষ্কার করতে গিয়ে দেখেন, বেলচায় একটা প্লাস্টিক আটকে যায়। এরপর প্লাস্টিকটি সামনে নিয়ে এসে খুলতেই প্লাস্টিক মোড়ানো খুলি সমেত হাড়-কঙ্কাল দেখা যায়। এরপর দ্রুত পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে এসে কঙ্কাল উদ্ধার করেন। এছাড়া এলাকাবাসীদের ভিড়ও জমতে থাকে। কিন্তু এলাকায় কোনো সিসি ক্যামেরা না থাকায় কে কখন এই কঙ্কাল ফেলে গিয়েছে তা বোঝা যাচ্ছে না।
পাশাপাশি পুলিশ এলাকাবাসীদের কাছ থেকে জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছেন, এলাকায় কেউ মারাও যাননি। তবে ওয়ার্ডের বাইরে থেকে কেউ ফেলে গেল কিনা, আপাতত তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও অনেকসময় চিকিৎসা বিজ্ঞানের পড়াশোনার জন্য কঙ্কাল প্রয়োজন হয়। তাই উদ্ধার হওয়া কঙ্কাল যেহেতু পুরোনো, ফলে এই কঙ্কাল সেই রকম কাজে ব্যবহার করার জন্য আনা হয়েছিল কিনা তারও খোঁজখবর চলছে। ইতিমধ্যে কঙ্কালটি ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here