নিজস্ব সংবাদদাতাঃ পাঞ্জাবঃ পাঞ্জাবের হরিয়ানার কুরেশি গ্রামের একটি বিয়ে বাড়িতে বরকে দেখে চক্ষুচড়ক গাছ সকলের। সেখানে গিয়ে দেখা যায়, বরের পরনে শেরওয়ানি, মাথায় পাগড়ি, পায়ে নাগরাই জুতো ও গলায় পাঁচশো টাকার নোট দিয়ে গাঁথা মালা। যে মালা এক তলার ছাদ থেকে নীচের তলার মেঝেতে ছাড়িয়ে চলে গিয়েছে।
সূত্রের খবর, ফুলের মতো নকশা করে এই টাকার মালা গাঁথা হয়েছে। এই মালা তৈরী করতে প্রায় দশ দিন মতো সময় লেগেছে। ওই যুবক বিয়েতে অন্য রকম কিছু করার প্রয়াস নিয়ে এই টাকার মালা পরেছে। মালায় মোট ২০ লক্ষ টাকা ছিল। যা জানার পর কনেরও চোখ ছানাবড়া হয়ে গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
কিন্তু আগেও টাকার মালা পরে বিয়ে করতে যাওয়ার ঘটনা ঘটেছে। তবে তাতে এই বিপুল পরিমাণ টাকা ছিল না। ইতিমধ্যে এই ভিডিয়ো সমাজমাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে যায়।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code