বাংলাতেও কি হতে পারে লকডাউন? জানালেন মুখ্যমন্ত্রী

Share

নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ একদিকে চলছে বিধানসভা নির্বাচন আর অপরদিকে দাপট বাড়াচ্ছে করোনা।

এবার এই করোনা পরিস্থিতির কথা চিন্তা করেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করলেন। আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মালদহের পার্ক হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, “রাজ্যবাসীর করোনার দ্বিতীয় ঢেউ নিয়ে আতঙ্কের কোনো কারণ নেই। এর জন্য টাস্কফোর্স গঠন করা হয়েছে”।


https://www.youtube.com/watch?v=YleiLLBLrm4

এছাড়া তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “নির্বাচনী প্রচারের জন্য বাইরে থেকে প্রচুর মানুষ আসছেন। ফলে বাংলায় সংক্রমণের হার বাড়ছে। তাই আরো সাড়ে ৪ হাজার বেড বাড়ানো হবে। ২০০ টি সেফ হোমে ১১ হাজার বেড থাকছে। এছাড়া বিভিন্ন হোটেলে সেফ হোম তৈরি করা হবে। বাংলাজুড়ে ৪০০ অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করা হয়েছে”।


https://www.youtube.com/watch?v=oMm6VFoMiyw

করোনার দ্বিতীয় ঢেউ রুখতে ইতিমধ্যেই দিল্লি সরকার ছ’দিনের জন্য লকডাউন ঘোষণা করেছেন। এর আগে রাজধানীতে নাইট কার্ফু জারি ছিল। এই প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, “বাংলায় কোনো ভাবেই নাইট কার্ফু জারি হবে না। আর এখনই লকডাউন জারি করার কোনো চিন্তা-ভাবনা নেই। লকডাউন করলেই কি সব পরিবর্তন হয়ে যাবে? নাইট কার্ফু করে কিছুই হবে না। এটা কোনো সমাধান নয়”।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
August 2025
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031