নিজস্ব সংবাদদাতাঃ অসমঃ ফুচকা একটি অতি জনপ্রিয় সুস্বাদু খাবার। যা দেখলে মেয়েদের জিভে জল আসতে বাধ্য। কিন্তু ফের ফুচকায় প্রস্রাব মেশানোর অভিযোগ উঠলো আসামের গুয়াহাটিতে। এই ঘটনাটিকে কেন্দ্র করে তুমুল শোরগোল পড়ে গেছে। এমনকি সোশ্যাল মিডিয়ায় ভাইরালও হয়ে গেছে।
সূত্রের ভিত্তিতে জানা গেছে, ওই ফুচকা বিক্রেতা গুয়াহাটির রাস্তায় এই কাজ করেছেন। ২০ শে আগস্ট মামুন খান নামের এক ব্যক্তি ভিডিও টুইটারে পোস্ট করেন। ভিডিওটিতে দেখা গিয়েছে, ওই ফুচকা বিক্রেতা ফুচকার জলের পাত্রে প্রস্রাব করে সেই জলটাই ফুচকায় ব্যবহার করছেন।
এই ভিডিওটির সূত্রেই পুলিশ অভিযুক্ত ফুচকা বিক্রেতাকে গ্রেপ্তার করেছে। ভিডিওটিতে ফুচকার এই হাল দেখে কেউ কেউ ক্ষোভও উগরে দিয়েছেন। কেউ আবার জানান যে এরপর থেকে ফুচকা খাওয়ার আগে দু’বার ভাববেন।
অনেকেরই মতে গোটা ভারতবর্ষে এমন আরো অনেক ফুচকাওয়ালা রয়েছে যারা গোপনে হয়তো এই একই কাজ করছেন। তাই ফুচকা খাওয়ার নিরাপত্তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।