চয়ন রায়ঃ কলকাতাঃ করোনা পরিস্থিতির জেরে রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা পিছিয়ে গেলো। ১১ ই জুলাইয়ের পরিবর্তে ১৭ ই জুলাই রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষা হবে। সময়সূচী একই থাকবে।
আজ বুধবার রাজ্য জয়েন্ট এন্ট্রাস বোর্ডের চেয়ারম্যান মলয়েন্দু সাহা সাংবাদিক বৈঠকের মাধ্যমে ঘোষণা করেছেন, চলতি বছর রাজ্য জয়েন্ট এন্ট্রাস পরীক্ষায় মোট পরীক্ষার্থী ৯২ হাজার ৬৯৫ জন। মোট ২৭৪ টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার্থীদের বাড়ির কাছাকাছি কেন্দ্রেই পরীক্ষা নেওয়া হবে।
Sponsored Ads
Display Your Ads Hereকরোনা বিধিনিষেধ মেনেই পরীক্ষা নেওয়া হবে। প্রতিটি ঘরে ২০ জন পরীক্ষার্থীকে বসানো হবে। একটা বেঞ্চে একজন অথবা সর্বাধিক দু’জন থাকবে। ১৪ ই আগস্টের মধ্যে ফলপ্রকাশ করা হবে। এছাড়া ১৫ ই সেপ্টেম্বরের মধ্যে তিন দফায় কাউন্সেলিং হবে”।
Sponsored Ads
Display Your Ads Hereমাত্র ছ’দিনের ব্যবধানে পরিস্থিতির ঠিক কতটা উন্নতি হবে? এই প্রসঙ্গে মলয়েন্দু সাহা আরো জানিয়েছেন, “জুলাই মাসের মাঝামাঝি পরিবহণ ব্যবস্থার উন্নতি হবে বলে মনে করা হচ্ছে। তাই সেই সময় পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। শনিবার পরীক্ষা নেওয়া হবে কারণ রবিবার পরীক্ষা নেওয়া হলে পরীক্ষার্থীরা আসা যাওয়ার জন্য ট্রেন ও মেট্রো কম পাবেন”।
Sponsored Ads
Display Your Ads Hereএর পাশাপাশি আরো জানানো হয়েছে যে, নার্সিংয়ে প্রবেশিকার পরীক্ষা ৪ জুলাইয়ের পরিবর্তে ৩১ শে জুলাই নেওয়া হবে। আর ৭ ই জুলাই প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। এছাড়া ৮ ই আগস্টের পরিবর্তে ১৪ ই আগস্ট স্নাতকোত্তর স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে।