চয়ন রায়ঃ কলকাতাঃ এসএসসি (স্টাফ সিলেকশন কমিশন) নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে সাময়িক পরিবর্তন চেয়ে মধ্যশিক্ষা পর্ষদ শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে। আজ মধ্যশিক্ষা পর্ষদ আবেদন দাখিল করলো। আবেদনে বলা হয়েছে, নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ না হওয়া অবধি কাজ চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হোক। আবার এদিনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোরের সভায় দাঁড়িয়ে বলেছেন, “রাজ্য সুপ্রিম কোর্টে রায় পুনর্বিবেচনার আর্জি জানাবে।”

সুপ্রিম কোর্টের চাকরী বাতিলের রায়ে বলা হয়েছে, নতুন করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে, আর ওই প্রক্রিয়ায় চাকরীহারাদের যোগ্যতা প্রমাণ করে ফিরতে হবে। মধ্যশিক্ষা পর্ষদের আবেদন, যতদিন না সেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে, ততক্ষণ অবধি যোগ্যদের চাকরীতে যেতে দেওয়া হোক অথবা চলতি শিক্ষাবর্ষ শেষ হওয়া পর্যন্ত চাকরী করতে দেওয়া হোক। উল্লেখ্য, আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে চাকরীহারাদের মুখোমুখি হয়ে জানান, “স্কুলগুলো কে চালাবে? সবাইকে অযোগ্য বলার অধিকার দিল কে? সুপ্রিম কোর্টকে ব্যাখ্যা দিতে হবে।” শীর্ষ আদালতের কাছে যোগ্য-অযোগ্যদের তালিকা দেওয়ার আবেদনও জানানো হবে।