ব্যুরো নিউজঃ আফগানিস্তানঃ তালিবানদের রাজনৈতিক অফিসের মুখপাত্র মহম্মদ নঈম একটি সাক্ষাত্কারে জানান, “আফগানিস্তানে যুদ্ধ শেষ। সেই সাথে আন্তর্জাতিক গোষ্ঠীদের সাথে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় থাকবে। এছাড়া আফগানিস্তানে কি ধরনের সরকার তৈরী হবে সেটা আগামী কয়েকদিনের মধ্যে সমগ্র বিশ্ব জেনে যাবে”।
মহম্মদ নঈম মহিলারা, সংখ্যালঘুদের অধিকার ও স্বাধীনতা রক্ষা করার বার্তা দিয়েছেন। প্রসঙ্গত ১৯৯৬ সাল থেকে ২০০১ অবধি আফগানিস্তানে তালিবানের রাজত্বকালে মহিলা এবং সংখ্যালঘুদের অবস্থাই সব থেকে খারাপ ছিল।
বিদেশি রাষ্ট্রের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখার বার্তা দিয়ে নঈম বলেছেন, “আমরা বিভিন্ন দেশের কাছে আহ্বান জানাচ্ছি আমাদের সাথে আপনারা আলোচনার টেবিলে বসুন। আমরা সব সমস্যা মিটিয়ে ফেলব।
পাশাপাশি আমাদের লক্ষ্যপূরণ হয়ে গিয়েছে। এখন আফগানিস্তান স্বাধীন। আমরা আমাদের দেশের মাটিকে অন্য দেশে আক্রমণ করার জন্য ব্যবহার করতে দেব না। আমরা কোনো দেশের ক্ষতি করব না”।
সূত্রের খবর অনুযায়ী জানা গেছে, রবিবার দুপুরের পর থেকে তালিবানরা রাজধানী কাবুল দখল নিতে শুরু করে। সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট আশরাফ গনি তালিবান প্রধান মোল্লা আবদুল গনি বরাদরের সাথে ৪৫ মিনিটের বৈঠকের পর ইস্তফা দিয়ে দেশ ছাড়েন।
মহম্মদ নঈম এও জানিয়েছেন যে, “তালিবানদের এই অভিযানে কোনো বিদেশি দূতাবাসে হামলা চালানো হয়নি। এমনকি যারা দূতাবাসে বর্তমানে রয়েছে তাদের সমস্ত নিরাপত্তার ব্যবস্থা তালিবান করবে। তবে সদ্যপ্রাক্তন প্রেসিডেন্ট গনি যেভাবে দেশ ছেড়ে পালিয়ে গিয়েছেন সেই বিষয়টি নিয়েও যথেষ্ট দুঃখপ্রকাশ করেছেন”।