চয়ন রায়ঃ কলকাতাঃ লোকসভা নির্বাচনের আগেই আজ নির্বাচন কমিশন রাজীব কুমারকে ডিজি পদ থেকে সরিয়ে দেয়। পাশাপাশি রাজীব কুমারকে নির্বাচন সংক্রান্ত কোনো কাজেই যুক্ত রাখা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। এরপর রাজ্য প্রশাসন নতুন ডিজি হিসেবে বিবেক সহায়ের নাম প্রস্তাব করে নির্বাচন কমিশনের কাছে পাঠায়। আর জাতীয় নির্বাচন কমিশন সেই নামে অনুমোদন দিয়েছে।
১৯৮৮ ব্যাচের এই আইপিএস অফিসার রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল ও কম্যান্ড্যান্ট জেনারেলের (হোমগার্ডস) দায়িত্বে ছিলেন। রাজীব কুমারের পর অভিজ্ঞতার দিক দিয়ে যে অফিসারদের নাম উঠে আসছিল, তাঁদের মধ্যে বিবেক সহায়ের নাম ছিল না। নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের পর রাজ্য সরকার রাজীব কুমারকে তথ্যপ্রযুক্তি দপ্তরের সচীব পদেই ফেরত পাঠিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here
উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেই রাজীব কুমারকে নবান্ন রাজ্য পুলিশের ডিজি পদে বসিয়েছিল। আর এর আগেও তথ্যপ্রযুক্তি দপ্তরের সচীব পদেই কর্মরত ছিলেন। কিন্তু বিরোধীরা রাজীব কুমারের নিরপেক্ষতা নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলেছিল। তাই নির্বাচন ঘোষণা হওয়ার দু’দিনের মধ্যে এদিন তাঁকে ডিজি পদ থেকে সরিয়ে দেওয়া হয়। বিরোধীরা নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তকে স্বাগত জানালেও তৃণমূল এর পিছনে বিজেপির ইন্ধন রয়েছে বলে অভিযোগ করছেন।
Sponsored Ads
Display Your Ads Here