নিজস্ব সংবাদদাতাঃ বীরভূমঃ ছাত্র আন্দোলনের জন্য বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী বসন্ত উৎসব বন্ধ হয়েছিল। কিন্তু আন্দোলন আপাতত স্তব্ধ হওয়ায় আজ থেকে বিশ্বভারতীর বসন্ত উৎসব শুরু হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এই উৎসবে অধ্যাপক, ছাত্র-ছাত্রী ও বিশ্ববিদ্যালয়ের অশিক্ষক কর্মীরা অংশ নিলেন। এছাড়া তিন দিন থেকে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। কিন্তু এই অনুষ্ঠানে বাইরের কারোর প্রবেশাধিকার নেই। শুধুমাত্র পড়ুয়া এবং শিক্ষক-অশিক্ষক কর্মীদের নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
এদিন বিশ্ববিদ্যালয়ের প্রাচীন রীতি মেনে বৈতালিক, উপাসনা সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়েই বসন্ত উৎসবের সূচনা হয়। গৌর প্রাঙ্গণে মঞ্চ করে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এই অনুষ্ঠানে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীও উপ্সথিত ছিলেন।
Sponsored Ads
Display Your Ads Here
‘রাঙিয়ে দিয়ে যাও’ গানের মধ্য দিয়ে এদিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা হয়। এরপর পড়ুয়া থেকে শিক্ষকরা প্রত্যেকে আবীর খেলায় মাতলেন। আর আগামীকাল বর্ষশেষের অনুষ্ঠান পালিত হবে। এছাড়া বছরের প্রথম দিন বসন্ত উৎসবের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Sponsored Ads
Display Your Ads Here