মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গভীর রাতে উত্তর চব্বিশ পরগণার দমদম সংলঘ্ন কমলাপুরে নোয়াপাড়া-বিমানবন্দর মেট্রো প্রকল্প এলাকায় একদল দুষ্কৃতী সেখানকার নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে নির্মাণ সংস্থার কর্মীদের মারধর করে বেশ কিছু লোহার যন্ত্রাংশ ও সামগ্রী নিয়ে চম্পট দেয়।
জানা গিয়েছে, গভীর রাতেরবেলা প্রকল্প এলাকার মধ্যে জিনিসপত্র টানাটানির শব্দ শুনে নির্মাণ সংস্থার কর্মীরা ছুটে গিয়ে দেখেন ১৫ থেকে ১৬ জন সশস্ত্র দুষ্কৃতী কর্তব্যরত নিরাপত্তারক্ষীদের বেঁধে রেখে তাণ্ডব চালাচ্ছে। মূল্যবান নানা যন্ত্রাংশ চুরি করা আটকানোর চেষ্টাও করা হয়।
দু’পক্ষের মারামারিতে চার জন নির্মাণ কর্মী আহত হয়েছেন। দমদম থানার পুলিশ রাতেরবেলাই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায়। পরে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের এক কর্তা ঘটনাস্থলে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলেন।
আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হয়। নির্মাণ সংস্থার পক্ষ থেকে দমদম থানায় অভিযোগ দায়েরের ভিত্তিতে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এমনকি সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনায় ওই মেট্রো প্রকল্পের ঠিকাদার সংস্থার কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।