নির্বাচনী ফল প্রকাশের পরবর্তী হিংসা অব্যাহত
কৌশিক চন্দ্র অধিকারীঃ মুর্শিদাবাদঃ ইতিমধ্যেই নির্বাচনের ফল প্রকাশিত হয়েছে। নির্বাচনী ফল প্রকাশের পরে এবার মুর্শিদাবাদ উত্তপ্ত হয়ে উঠল।
রবিবার রাত ১১ টা নাগাদ মুর্শিদাবাদের কান্দি বাঘডাঙ্গা এলাকার কান্দি টাউন বিজেপি সভাপতি বিনিতা রায়ের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে।
জানা যায়, হঠাৎ রবিবার রাতে একটি বোমাবাজি করা হয়। একটি বোমা ফাটলেও আরো একটি তাজা বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার হয়। ঘটনার খবর পেয়ে কান্দি থানার বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। কান্দি থানার আইসি সুভাষ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশবাহিনী ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত সেটা তদন্ত করতে শুরু করেছে পুলিশ প্রশাসন।