নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ লাঠি চার্জ করে অবরোধ তুলল পুলিশ। আটক ১২ জন স্থানীয় বিজেপি কর্মী সহ বেশ কিছু অবরোধকারী। আটক করা হল নির্যাতিতাকেও। মিথ্যা চুরির অপবাদ দিয়ে পরিচারককে মারধর, পরিচারকের দিদিকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশ আধিকারিকের শাস্তির দাবিতে বাঁকুড়ার রানিবাঁধে গতকাল থেকে দফায় দফায় চলা পথ অবরোধ তুলতে এবার কড়া অবস্থান নিল পুলিশ।

শুক্রবার রাতের পর সকাল ১০ টা থেকে ফের অবরোধ শুরু করেন স্থানীয় রাজাকাটা গ্রামের মানুষ। সেই অবরোধে সামিল হন স্থানীয় বিজেপি নেতা কর্মীরাও। রাস্তায় টায়ার জ্বালিয়ে চলা সেই অবরোধের জেরে প্রায় তিন ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ হয়ে যায় বাঁকুড়া বারিকুল ও বাঁকুড়া ঝিলিমিলি রাস্তায়। পুলিশের তরফে বারেবারে অবরোধকারীদের অবরোধ প্রত্যাহার করার অনুরোধ জানানো হয়। ঘটনার লিখিত অভিযোগ পেলে পূর্নাঙ্গ তদন্ত করে অভিযুক্ত পুলিশ আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপের আশ্বাসও দেওয়া হয়।

কিন্তু তারপরেও নিজেদের অবস্থানে অনড় থাকেন অবরোধকারীরা। পরে বেলা দেড়টা নাগাদ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী ও র্যাফ নামানো হয়। পুলিশ ও র্যাফ যৌথ ভাবে ব্যপক লাঠিচার্জ করে অবরোধকারীদের হঠিয়ে দেয়। অবরোধস্থল থেকে আটক করা হয় বেশ কিছু অবরোধকারীদের। বিজেপির দাবি, তাঁদের দলের মোট ১২ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ। আটক করা হয়েছে বেশ কিছু গ্রামবাসীকেও। বিজেপির দাবি নির্যাতিত পরিবারের পাশে থেকে ঘটনার বিচার চেয়েছিল বিজেপি কর্মীরা। সেই অপরাধে নির্যাতিতের পরিবারের সদস্যদের পাশাপাশি বিজেপি কর্মীদের বেছে বেছে আটক করেছে পুলিশ।
Sponsored Ads
Display Your Ads Here









