নিজস্ব সংবাদদাতাঃ হুগলীঃ হুগলীতে বিক্ষিপ্ত বৃষ্টিতেই খানাকুলের ধান্যগোড়ি পঞ্চায়েতের পোড়েপাড়া সংলগ্ন রূপনারায়ণ নদের বাঁধে ভয়াবহ ধস নেমেছে। বেশ কিছু ঘর-বাড়িও ক্ষতির মুখোমুখি হয়েছে। এছাড়া সদ্য সংস্কার করা করপাড়ার বাঁধেরও একদিক বসে গিয়েছে।
গ্রামবাসীদের অভিযোগ, “গত বছর বন্যার পর বাঁধের পলকা জায়গা যথাযথ ভাবে চিহ্নিত করা হয়নি। যে সব জায়গা সংস্কার করা হয়েছে তার মানও ঠিক নয়। সেচ দপ্তরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগও উঠেছে।”
দিনকয়েক আগে এই ধসের পরে সেচ দপ্তর থেকে সরেজমিনে পরিস্থিতি দেখে গেলেও এখনো সংস্কারের কাজ শুরু না হওয়ায় ওই পঞ্চায়েতের কাগনান, ঘোড়াদহ, ধান্যগোড়ি, দৌলতচক সহ বেশ কয়েকটি গ্রামে উদ্বেগ ছড়িয়েছে। এছাড়া পুরোদমে বর্ষা শুরু হলে রূপনারায়ণ ভরে উঠলে পরিস্থিতি কি হবে তা ভেবেই গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে পড়েছেন।
পঞ্চায়েতের উপপ্রধান দিলীপ সানকি জানান, “আমরা বাঁধের এই দশা নিয়ে উদ্বিগ্ন। মানুষের ক্ষোভের কথা সেচ দপ্তরের নজরে এনে অবিলম্বে পোড়েপাড়া ও করপাড়া বাঁধ সংস্কারের দাবী জানানো হয়েছে। বাকি বাঁধের দুর্বল জায়গা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও অনুরোধ করা হয়েছে।”
জেলা সেচ দপ্তরের এগজিকিউটিভ ইঞ্জিনিয়ার তপন পাল বলেন, “পোড়েপাড়ার বাঁধটি সংস্কারের জন্য দরপত্র ডেকে ওয়ার্ক-অর্ডারও দেওয়া হয়। ঠিকাদার কাজটা না করায় সেই দরপত্র বাতিল হয়েছে। ফের দরপত্র ডেকে কাজটি দ্রুত করা হবে। আর করপাড়ায় সংস্কার হওয়া বাঁধের একাংশ বসে যাওয়া নিয়ে বলা হয়, এখনো কাজটি শেষ হয়নি। তবে যথাযথ ভাবেই কাজ করা হবে।”