Indian Prime Time
True News only ....

বাম ছাত্রদের ধর্মঘটকে ঘিরে উত্তপ্ত বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়

- sponsored -

- sponsored -

- Slide Ad -

নিজস্ব সংবাদদাতাঃ মেদিনীপুরঃ গত শনিবার যাদবপুরকাণ্ডকে ঘিরে শহর জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরী হয়েছিল। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য পথে নামলেও কারোর গায়ে হাত তোলেননি। কিন্তু যাদবপুরের আঁচ যখন মেদিনীপুরে পড়লো তখন আরেক ধুন্ধুমার পরিস্থিতি প্রকাশ্যে এলো। আজ সকালবেলা থেকেই মারধর, সংঘর্ষে পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় উত্তপ্ত হয়ে উঠেছে।

মূলত, এদিন বাম ছাত্র সংগঠন এসএফআই রাজ্যজুড়ে যাদবপুরে ‘গাড়ি চাপা’র ঘটনার প্রতিবাদে ছাত্র ধর্মঘটের ডাক দিয়েছিল। সেই সূত্র ধরে এদিন সকালবেলা থেকেই রাজ্যের একাধিক কলেজ, বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ছবি দেখা গিয়েছে। একই ছবি পশ্চিম মেদিনীপুরের বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় থেকেও উঠে এসেছে। বাম ছাত্র সংগঠন এআইডিএসওর ধর্মঘটকে ঘিরে প্রথমে এই প্রতিষ্ঠানের তৃণমূলের সঙ্গে বচসা বাঁধে। ধীরে ধীরে ওই বচসা হাতাহাতিতে পরিণত হয়। পুলিশ খবর পেয়ে বাহিনী নিয়ে ঘটনাস্থলে ছুটে আসেন।

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

- Sponsored -

তবে পরিস্থিতি এতটাই ভয়াবহ হয়ে ওঠে যে পুলিশ বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে, কখনো বা চ্যাংদোলা করে তুলে নিয়ে যান। অনেককে আবার আটক করতে বাধ্য হন। আর বিক্ষোভকারীদের আটক করতে গিয়ে পুলিশ ও ব়্যাফ বাহিনীরা বিক্ষোভকারীদের ধাক্কাধাক্কি থেকে এমনকি ঘুষি এবং লাথি মারে। এমনকি মহিলাদেরও নাকি মারধর করেছেন বলে অভিযোগ ওঠে।

- Sponsored -

- Sponsored -

Get real time updates directly on you device, subscribe now.

- Sponsored -

- Sponsored -

- Sponsored