নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ আজ সকালবেলা আদিবাসী সংগঠনের মিছিলের জেরে হাওড়া সেতু অবরুদ্ধ হয়ে পড়ায় সারি সারি যাত্রীবাহী বাস আটকে পড়েছে। এই মিছিল হাওড়া সেতু থেকে ব্রেবোর্ন রোড ধরে ধর্মতলার উদ্দেশ্যে যাবে। এর জেরে নিত্যযাত্রীরা ব্যাপক দুর্ভোগের মধ্যে পড়েন।
এদিন আচমকাই আদিবাসী সমাজের প্রতিনিধিরা হাওড়া সেতুতে রাস্তার উপর পতাকা নিয়ে দাঁড়িয়ে দাবী করেন, ‘‘কুড়মি-মাহাতোরা জোর করে তফশিলী জনজাতির তকমা পেতে চাইছেন। রাজনৈতিক সাহায্যও পাচ্ছেন। তাই ইউনাইটেড ফোরাম অফ অল আদিবাসী অর্গানাইজেশন্স প্রতিবাদে পথে নেমেছেন।’’
Sponsored Ads
Display Your Ads Here
এই মিছিলের জন্য জায়গায় জায়গায় ট্র্যাফিক মোতায়েন করা থাকলেও তাদের খুব একটা সক্রিয় ভূমিকায় দেখা না যাওয়ায় যাত্রীদের একাংশ বাস থেকে নেমে প্রশাসনের প্রতি ক্ষোভ উগড়ে দেন। এই মিছিলের ফলে বড়বাজার সহ কলকাতার একাধিক এলাকার রাস্তায় চাপ বাড়তে থাকে।
Sponsored Ads
Display Your Ads Here