অনুপ চট্টোপাধ্যায়ঃ কলকাতাঃ ছাত্রদের হাতে অপমান ও হেনস্থার প্রতিবাদে গতকাল রাতেরবেলা থেকে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন উপাচার্য বুদ্ধদেব সাউ সহ কর্মসমিতির(ইসি) কয়েকজন সদস্য ধর্নায় বসেছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে খবর, গত ২৬ শে সেপ্টেম্বরের কর্মসমিতির বৈঠকে বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সব বিষয়ে আলোচনা করে ওঠা সম্ভব হয়নি বলে বুদ্ধদেব সাউ জানিয়েছিলেন। এরপর গতকাল দুপুরবেলা হঠাৎ ইসির বৈঠক ডাকা হয়। যেখানে ছাত্র মৃত্যু এবং ডেঙ্গু সংক্রান্ত বিষয় বাদে বাকি বিষয়গুলি নিয়ে আলোচনা করাই উদ্দেশ্য ছিল। কিন্তু বৈঠক শুরু হতেই পড়ুয়ারা শ্লোগান দিতে থাকেন।
Sponsored Ads
Display Your Ads Here
এছাড়া ইসি চলাকালীন টানা চার থেকে পাঁচ ঘণ্টা ধরে ছাত্র নিগ্রহের শিকার হতে হয়েছে। ফলে উপাচার্য ও ইসির কয়েকজন সদস্য সহ সহকারী উপাচার্য, রেজিস্ট্রার, ডিন অফ সাইন্স সহ বেশ কয়েক জন ডিন বিশ্ববিদ্যালয়ের অরবিন্দ ভবনের গাড়ি বারান্দায় বসে ধর্না শুরু করেছেন। বুদ্ধদেব সাউর দাবী, ‘‘অপমানের প্রতিবাদেই এই সত্যাগ্রহ আন্দোলন’’।
Sponsored Ads
Display Your Ads Here