নিজস্ব সংবাদদাতাঃ গুজরাতঃ ফের গুজরাতে বন্দে ভারত এক্সপ্রেস দুর্ঘটনার কবলে পড়েছে। আনন্দ স্টেশনের কাছে সেমি হাইস্পিড ট্রেনের ধাক্কায় মৃত্যু হয়েছে ১ জন মহিলার।
স্থানীয় রেল তরফে জানানো হয়েছে, ৫৪ বছর বয়সী আমদাবাদের বাসিন্দা বেট্রিস আর্চিবল্ড পিটার নামে ওই মহিলা আত্মীয়ের সাথে দেখা করতে এসে রেললাইন পার হতে গিয়ে গান্ধীনগর থেকে মুম্বইগামী বন্দে ভারত এক্সপ্রেসের চাকায় কাটা পড়েন।
উল্লেখ্য, দু’মিনিটের সামান্য বেশী সময়ে বন্দে ভারত এক্সপ্রেস ১৬০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। পশ্চিম রেল সূত্রে জানা গিয়েছে, সেই ট্রেনে যাত্রা করা অন্যান্য ট্রেনের তুলনায় অনেক বেশী আরামদায়ক। কিন্তু ঘন বসতিপূর্ণ এলাকায় দ্রুতগতির এই ট্রেন চালানো ঝুঁকির কিনা ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।