নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ প্রবল বৃষ্টির জেরে মালদার গৌড় মালদহ ও জামিরঘাটা স্টেশনের কাছে ধস নেমে প্রায় ৩০ মিনিট বন্দেভারত এক্সপ্রেস আটকে পড়ে। বিষয়টি লাইনম্যানের নজরে আসে। ঘটনাস্থলে পৌঁছন রেলের কর্তা এবং কর্মীরা। লাইন মেরামতির কাজ শুরু হয়। পরে ধীর গতিতে ট্রেন চলাচল শুরু হয়।
গত কয়েক দিন ধরে উত্তরবঙ্গে লাগাতার বৃষ্টি হয়ে চলেছে। কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তার জেরেই মালদহে ট্রেনের লাইনে নামে ধস। থমকে যায় ট্রেন চলাচল। বিপাকে পড়েন যাত্রীরা। খবর পেয়েই লাইন মেরামতির কাজ শুরু করেন রেলকর্মীরা। তার পর ধীরে ধীরে চলতে শুরু করে ট্রেন। ঘণ্টায় ২০ কিলোমিটার গতিতে চলতে শুরু করে। এর জেরে আটকে পড়ে বন্দে ভারত এক্সপ্রেসও।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার থেকে বুধবার পর্যন্ত উত্তরের পাহাড় লাগোয়া পাঁচ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে। মালদহ এবং দক্ষিণ দিনাজপুরে এমন কোনও সতর্কতা জারি করা না হলেও বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কিছু কিছু এলাকায়।