মিনাক্ষী দাসঃ আপনি বাড়িতেই থাকুন বা অফিসেই যান, প্রতিদিনের কর্মব্যস্ত জীবনে বেশীরভাগ মানুষের পক্ষে নিজের প্রতি সঠিক যত্ন নেওয়া সম্ভব হয়ে ওঠে না। কাজের চাপে শরীরে আসা ক্লান্তি শরীরকে একেবারে নিস্তেজ করে দেয়। কিন্তু অনিদ্রা বা কাজের চাপ, কারণ যাই হোক না কেন সেই ছাপ চোখে ফুটে ওঠে। দু’চোখের নীচে বাড়তে থাকা কালো ছাপ তা সুষ্পষ্ট করে। এছাড়া হরমোনের তারতম্য, মানসিক বা শারীরিক সমস্যা ও বয়সজনিত সমস্যা চোখের নীচে কালি পড়ার অন্যতম কারণ।
তবে চোখের নীচে থাকা কালো দাগ দূর করতে নামী-দামী প্রসাধনীর প্রয়োজন নেই। বরং গুড় দিয়েই সমস্যার সমাধান হতে পারে। স্বাস্থ্যের পাশাপাশি ত্বকের ক্ষেত্রেও গুড়ের ভূমিকা একেবারে অনস্বীকার্য। এখন জেনে নেওয়া যাক এই গুড় ব্যবহার করা হবে কিভাবে?
Sponsored Ads
Display Your Ads Hereগুড়ের সঙ্গে বেসনঃ এক চামচ গুড়ের সাথে এক চা চামচ বেসন সহ এক চামচ লেবুর রস মিশিয়ে ভালো করে মুখে মেখে নিতে হবে। এই মিশ্রণ খুব ভালো স্ক্রাবের কাজ করবে। মুখে মাখার পর পনেরো মিনিট অপেক্ষা করে হালকা গরম জলে ধুয়ে নিতে হবে। এই স্ক্রাব ত্বকের জেল্লা ফেরাবে। চোখের কালিও দূর করবে।
Sponsored Ads
Display Your Ads Hereগুড়ের সঙ্গে হলুদঃ এক চামচ গুড়ের সাথে এক চামচ মধু, এক চামচ হলুদ গুঁড়ো এবং আধ চা চামচ লেবুর রস মিশিয়ে মুখে মাখতে হবে। এই ফেস-প্যাক মেখে প্রায় কুড়ি মিনিট রেখে মুখ ধুয়ে নিতে হবে। সপ্তাহে দু’দিন এই টোটকা ব্যবহার করলেও উপকার হবে।
গুড়ের সঙ্গে অ্যালো ভেরাঃ গুড় ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এরপর এক চামচ গুড়ের সাথে এক চামচ অ্যালো ভেরা জেল মিশিয়ে মুখে মাখতে হবে। তারপর পনেরো মিনিট রেখে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে দু’ থেকে তিন দিন এই পদ্ধতি ব্যবহার করলেই ত্বকের দাগ ছোপ একেবারে উঠে যাবে।
Sponsored Ads
Display Your Ads Here