পিঙ্কি পালঃ দক্ষিণ চব্বিশ পরগণাঃ আজ ফের উত্তপ্ত ভাঙর। এদিন ভাঙড়ের ফুলবাড়িতে বুথ এজেন্ট বসাতে গেলে আইএসএফ-এর উপর হামলার অভিযোগ ওঠে। দু’পক্ষের হাতাহাতিতে আহত বেশ কয়েকজন। শুধু তাই নয়, ভাঙড়ের সাতুলিয়ায় চলল গুলি। বুথের পাশেই পড়ে রইল তাজা বোমা।
পরিস্থিতি ঠান্ডা করতে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী। আইএসএফ-এর অভিযোগ, এ দিন সকালে তারা যখন এজেন্ট বসাতে যাচ্ছিলেন সেই সময় বেশ কয়েকজন তৃণমূল সমর্থক তাদের উপর আক্রমণ করেন। পাল্টা আবার শাসক দলের দাবি, আইএসএফ লোকজন দলবল জুটিয়ে তাদের উপর আক্রমণ করেছে। এই ঘটনায় আহত হয়েছেন বেশ কয়েকজন মহিলা। মাথাও ফেটেছে মহিলার।
Sponsored Ads
Display Your Ads Here
ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছছেন আইএসএফ প্রার্থী নুর আলম খান। এলাকায় পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। কার্যত ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। অপরদিকে, ভাঙড়ের সাতুলিয়ায় খণ্ডযুদ্ধ। পড়ল বোমা। চলল গুলি। ব্যাপক উত্তেজনা এলাকায়। আইএসএফ এক কর্মী বলেন, “পোলিং এজেন্ট বসাতে যাব। সেই সময় তৃণমূলের লোকজন বোমা মেরেছে। আমাদের এক কর্মীর পায়ে গুলি লেগেছে। আমরা যখন অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে যাচ্ছিলাম। সেই সময়ও তৃণমূলের লোকজন আমাদের বাধা দেয়।”
Sponsored Ads
Display Your Ads Here