চয়ন রায়ঃ কলকাতাঃ ঘুম-খাওয়া সব ছেড়ে দিয়ে রোদ-বৃষ্টি উপেক্ষা করে এখনো চাকরীহারারা সল্টলেকের এসএসসি ভবনের সামনে একটানা অনশনে বসে আছেন। ১২ ঘণ্টা অতিক্রান্ত হয়ে গেছে তবুও কেউ ছাতা মাথায়, আবার কেউ ছাতা ছাড়াই অনশনে বসে আছেন।
অনশনস্থল থেকে এক জন চাকরীহারা অনশনকারী জানান, ‘‘দেওয়ালে পিঠ যখন ঠেকে যায়, তখন আর যাওয়ার জায়গা থাকে না। তাই আমাদের একটাই দাবী, সঠিক পথে যোগ্যদের বাছাই। প্রয়োজনে ওএমআরের মিরর ইমেজ প্রকাশ করতে হবে। রায়ের পুনর্বিবেচনা করতে হবে। প্রাকৃতিক দুর্যোগ আসুক, যাই আসুক। নিজেদের দাবী নিয়ে আমরা এখানেই বসে রয়েছি।’’ ইতিমধ্যে যোগ্য-অযোগ্য বিতর্কে সমগ্র রাজ্য উত্তাল হয়ে উঠেছে।
Sponsored Ads
Display Your Ads Here
বৃহস্পতিবারও চাকরীহারা শিক্ষকদের একাংশ পথে নেমেছিলেন। নিজেদের দাবীতে অনড় হয়ে এসএসসি ভবনের সামনে অনশনে বসেছিলেন। জানা গিয়েছে, আজ দুপুরবেলা ৩টে নাগাদ বিকাশ ভবনে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাথে আন্দোলনকারীদের বৈঠক রয়েছে। বৈঠকে ব্রাত্য বসু সহ শিক্ষা দপ্তরের দু’জন আধিকারিক ও শিক্ষক-শিক্ষাকর্মীদের আট জন প্রতিনিধি থাকবেন। এছাড়াও স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার উপস্থিত থাকবেন। নেতাজি ইন্ডোর থেকে মুখ্যমন্ত্রী চাকরীহারাদের প্রতি মানবিক এবং তাদের জন্য বিকল্প পথ খোঁজার বার্তা দিয়েছিলেন। এখন দেখার কি সেই বিকল্প পথ।
Sponsored Ads
Display Your Ads Here