নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল রাতেরবেলা মালদার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত মহেন্দ্রপুর গ্রামে কাকা মহম্মদ তাজিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠলো ভাইপো সোহেল আলির বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে তুমুল উত্তেজনা তৈরী হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ দিন থেকে সোহেল নেশায় আসক্ত। প্রায় বাবা জহুর আহমেদের রেশন দোকান থেকে চুরি করত। এমনকি দোকানের ক্যাশবাক্স ভেঙে বহু বার টাকা চুরি করে ধরাও পড়েছে। সম্প্রতি ফের চুরি করতে গেলে তাজিরবাবু তা দেখতে পেয়েই দাদার সামনে ভাইপোকে শাসন করেন।
Sponsored Ads
Display Your Ads Here
ফলে রাতেরবেলা তাজিরবাবু মহেন্দ্রপুর পেট্রল পাম্প সংলগ্ন একটি চায়ের দোকানের সামনে বসে থাকাকালীন আচমকা সোহেল এসে হাতে থাকা বাঁশ নিয়ে কাকার মাথায় মারে। এরপর তাজিরবাবু অচেতন হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।
Sponsored Ads
Display Your Ads Here
তারপর তড়িঘড়ি স্থানীয় হরিশ্চন্দ্রপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থায় অবনতি হলে তড়িঘড়ি চাঁচল মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর আবার সেখান থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।