নিজস্ব সংবাদদাতাঃ ত্রিপুরাঃ ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে না পারায় অবশেষে একজন ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নিলেন। নাম সন্তোষ দত্ত। বয়স ৫৮ বছর। বাড়ি বিশালগড়ের গোকুলনগর এলাকায়।
জানা গেছে, সন্তোষ বিশালগড় গোকুলনগর এলাকায় বন্ধন ব্যাংক থেকে ১ লক্ষ টাকার উপর লোন নেন। এরপর ৫০ হাজার টাকা ফেরত দেওয়ার পর বাকি ৫৩ হাজার টাকা ফেরত না দিতে পারায় বন্ধন ব্যাংক থেকে ব্যাংকের কর্মীরা প্রতিনিয়ত চাপ সৃষ্টি করেন।
এরফলে ঋণ নিয়ে সবার মতো পুরো টাকা মিটিয়ে দিতে না পারায় ব্যাংক কর্মীদের ক্রমাগত চাপের মুখে পড়ে শেষমেশ আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হয়েছেন।