নিজস্ব সংবাদদাতাঃ হাওড়াঃ হাওড়ার শ্যামপুরের বাছরী অঞ্চলে উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরুণোদয় পাল চৌধুরী টোটোয় করে নির্বাচনী প্রচারে বেরিয়ে দুর্ঘটনার কবলে পড়েন। আর সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর এক জন জওয়ান আহত হয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য শুরু হয়ে যায়।
জানা গেছে, প্রচার চলাকালীন অরুণোদয় পাল চৌধুরী যে টোটোয় ছিলেন, আচমকা দ্রুত গতিতে আসা দু’টি মোটরবাইক এসে টোটোটিতে ধাক্কা মারতেই টোটোটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে যায়। আর টোটোটি উল্টে গিয়ে তিনি গুরুতর আহত হয়েছেন। এরপর অরুণোদয় পাল চৌধুরীকে ফুলেশ্বরের একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করানো হয়েছে। দাবী করা হচ্ছে যে, ‘‘অরুণোদয় পাল চৌধুরীর কলার বোনে গুরুতর আঘাত লেগেছে। পাঁজরের হাড় ভেঙেছে।’’
বিজেপির এই ঘটনা প্রসঙ্গে অভিযোগ, ‘‘নিছক দুর্ঘটনা নয়, তৃণমূলের ষড়যন্ত্রে তাদের প্রার্থী আহত হয়েছেন। হাওড়া গ্রামীণের বিজেপি যুব মোর্চা সভাপতি শুভ্র মাঝি বলেন, ‘‘এটা পরিকল্পিত চক্রান্ত। বিজেপির প্রচার আটকাতে বিভিন্ন জায়গায় বাধা দেওয়া হচ্ছে।’’ অন্য দিকে, জেলার গ্রামীণ তৃণমূলের সহ সভাপতি অভয় দাস তৃণমূলের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করে জানান, ‘‘বিজেপি অসত্য অভিযোগ করছে। এই দুর্ঘটনার সাথে তৃণমূলের কোনো যোগসাজশ নেই।’’