মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ গতকাল উত্তর চব্বিশ পরগণার শ্যামনগরে চলন্ত ট্রেনের ধাক্কায় ২ জনের মৃত্যু হয়েছে। তবে এখনো নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। জানার চেষ্টা চলছে।
প্রত্যক্ষদর্শীদের কথায়, “রাতেরবেলা ১১টা নাগাদ মোট চার জন ট্রেন থেকে নেমে দু’নম্বর প্ল্যাটফর্ম থেকে লাইন পারাপার করে তিন নম্বরের দিকে যাচ্ছিলেন। কিন্তু তখন কিছু বুঝে ওঠার আগেই ওই নির্দিষ্ট রেললাইন থেকে একটি দ্রুতগতির ট্রেন ছুটে এসে সজোরে ধাক্কা মারতেই দু’জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আর বাকি দু’জন আহত হয়েছেন। রেলপুলিশের তৎপরতায় আহতদের হাসপাতালে ভর্তি করানো হয়। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা বেশ আশঙ্কাজনক।
Sponsored Ads
Display Your Ads HereHTML / JS Code