ব্যুরো নিউজঃ উজবেকিস্তানঃ উজবেকিস্তানে মেরিয়ন বায়োটেকের তৈরী অ্যাম্ব্রোনল সিরাপ ও ডক-১ ম্যাক্স সিরাপ খেয়ে ১৯ জন শিশু মারা যায়। এই মৃত্যুকে কেন্দ্র করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু) ভারতের নয়ডার সংস্থা অ্যাম্ব্রোনল সিরাপ এবং ডক-১ ম্যাক্স সিরাপ দু’টি ব্যবহার করতে নিষেধ করেছে।
হু-এর নিজস্ব ওয়েবসাইটে একটি চিঠি লিখে জানানো হয়েছে, ‘‘২২ শে ডিসেম্বর উজবেকিস্তানের সরকার দ্বারা পাঠানো রিপোর্ট অনুযায়ী দু’টি কাশির সিরাপের গুণমান যাচাই করা হয়েছিল। ওই দু’টিই সিরাপই গুণমানের পরীক্ষায় সফল হয়নি। তাই ওই সিরাপগুলি শিশুদের জন্য ব্যবহার না করাই ভালো।
Sponsored Ads
Display Your Ads Here
ক্লিনিকাল পরীক্ষায় জানা যায়, এই দু’টি কাশির সিরাপে ডাইইথিলিন গ্লাইকল ও গ্লাইকলের মাত্রা অত্যধিক বেশী। এই দু’টি সিরাপই ভারত থেকে অন্য দেশে পাঠানো হয়। উজবেকিস্তান ছাড়াও আরো অন্যান্য দেশে এই সিরাপ দু’টি পাওয়া যেতে পারে। এই নিম্নমানের সিরাপগুলির ব্যবহার, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে বেশ বিপজ্জনক হতে পারে।’’
Sponsored Ads
Display Your Ads Here
প্রসঙ্গত মঙ্গলবার, উত্তরপ্রদেশের খাদ্য নিরাপত্তা এবং ওষুধ প্রশাসন বিভাগ এই ঘটনার জেরে মেরিয়ন বায়োটেকের ওষুধ প্রস্তুতের লাইসেন্স সাসপেন্ড করে দিয়েছে।
Sponsored Ads
Display Your Ads Here