সোনা পাচারের চেষ্টার অভিযোগে বিএসএফের হাতে গ্রেফতার ২ জন

Share

মিনাক্ষী দাসঃ উত্তর চব্বিশ পরগণাঃ ভারত থেকে বেআইনীভাবে প্রায় ৩ কোটি টাকা মূল্যের সোনা বাংলাদেশে পাচারের ছক আটকে দিল সীমান্ত সুরক্ষা বাহিনী। রবিবার নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে অবস্থিত ১০২তম ব্যাটেলিয়নের সীমান্ত চৌকি ঘোজাডাঙা চেকপোস্টে চোরাকারবারি সন্দেহে দু’জনকে গ্রেপ্তার করা হয়। তাঁদের সঙ্গে থাকা ট্রাকের কেবিন থেকে ২০টি সোনার বিস্কুট উদ্ধার করে বিএসএফ। যে গুলির মোট ওজন ২৩৩২.৮৪৫ গ্রাম এবং আনুমানিক বাজার মূল্য ৩ কোটি ২ লক্ষ ১০ হাজার ৩৪৩ টাকা।

৩০ শে নভেম্বর বিকেল ৪টেয় ঘোজাডাঙা সীমান্ত ফাঁড়ির বিএসএফ জওয়ানরা গোপন সূত্রে খবর পান, দুই চোরাকারবারি বাংলাদেশ থেকে অবৈধ ভাবে সোনা পাচারের চেষ্টা করছে একটি ট্রাকে করে। এর পরেই একটি সন্দেহজনক ট্রাককে ঘোজাডাঙা চেকপোস্টে আটক করে বিএসএফ। তাতে চালানো হয় তল্লাশি। সেই সময়ে উদ্ধার হয় ওই সোনার বিস্কুটগুলি। ইতিমধ্যেই দুই চোরাকারবারিকে আটক করে সীমান্ত ফাঁড়িতে নিয়ে আসা হয়। পরে তাঁদের গ্রেপ্তার করা হয় এবং ট্রাকটিকে আটক করা হয়েছে।

জানা যায়, ধৃতদের মধ্যে একজন উত্তর ২৪ পরগনা জেলার বাসিন্দা। তিনি একটি ইটভাটার শ্রমিক ছিলেন। অজ্ঞাত পরিচিত এক ব্যক্তি তাঁকে ওই সোনা হস্তান্তরিত করেছিল বলে দাবি করেন তিনি। তা ঘোজাডাঙা চেকপোস্ট অতিক্রম করার পরে অন্য একজনের হাতে তুলে দেওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই তাদের আটক করে বিএসএফ। বিএসএফ দক্ষিণবঙ্গ সীমান্তের জনসংযোগ কর্মকর্তা এই পদক্ষেপের প্রশংসা করেছেন। সীমান্ত এলাকার বাসিন্দাদের কাছে সোনা চোরাচালান সম্পর্কিত কোনও তথ্য থাকলে তা বিএসএফের সীমা সাথীর হেল্পলাইন নম্বর ১৪৪১৯ অথবা হোয়াটসঅ্যাপ নম্বর ৯৯০৩৪৭২২২৭-তে জানানোর আবেদন করেছেন। বিশ্বাসযোগ্য তথ্য দিলে উপযুক্ত পুরষ্কার দেওয়া হবে এবং তথ্যদাতার পরিচয় কঠোরভাবে গোপন রাখা হবে, আশ্বাস দিয়েছেন তিনি।


Share this article

Facebook
Twitter X
WhatsApp
Telegram
 
December 2025
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031