নিউজ ডেস্কঃ নেপালঃ গত কয়েকদিনের টানা বৃষ্টিতে নেপালে ভারী বৃষ্টির জেরে ধস নেমে আজ দু’টি যাত্রীবোঝাই বাস রাস্তা থেকে ছিটকে খরস্রোতা ত্রিশূলি নদীতে গিয়ে পড়লো। এই দুর্ঘটনায় দু’টি বাস মিলিয়ে ৬৩ জন যাত্রী নিখোঁজ হয়েছেন।
সূত্রের খবর, দু’টি বাস নেপালের চিতওয়ান জেলার মদন আশ্রিত সড়ক ধরে কাঠমান্ডুর দিকে এগোচ্ছিল। দু’টি বাসে মোট ৬৩ জন যাত্রী ছিলেন। হঠাৎ রাস্তায় ধস নামতেই দু’টি বাস ছিটকে পাশ দিয়ে বয়ে চলা ত্রিশূলি নদীতে গিয়ে পড়ে। জেলা প্রশাসনিক আধিকারিকেরা দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দহাল এই ঘটনায় প্রশাসনিক আধিকারিকদের শীঘ্র উদ্ধারকাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।