নিজস্ব সংবাদদাতাঃ নয়া দিল্লিঃ এবার সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ডস কন্ট্রোল অর্গানাইজেশন (সিডিএসসিও) কোভোভ্যাক্স ও কর্বেভ্যাক্স নামক দু’টি ভ্যাক্সিনে ছাড়পত্র দিল। পাশাপাশি সিডিএসসিও অ্যান্টি ভাইরাল ড্রাগ মলনুপিরাভিরেও অনুমোদন দিয়েছে।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, ‘‘কর্বেভ্যাক্স ভারতে তৈরী প্রথম ‘আরবিডি প্রোটিন সাব-ইউনিট ভ্যাকসিন’। এটি হায়দরাবাদের সংস্থা বায়োলজিকাল-ই তৈরী করেছে। দেশ এই ভ্যাকসিনের হাত ধরে ভ্যাক্সিন তৈরীতে হ্যাটট্রিক করল। এটি ভারতে তৈরী তৃতীয় ভ্যাক্সিন’’।
Sponsored Ads
Display Your Ads Here
‘‘পুণের সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া ন্যানোপার্টিকাল ভ্যাকসিন কোভোভ্যাক্স তৈরী করছে। এছাড়া মলনুপিরাভির নামে একটি অ্যান্টি ভাইরাল ড্রাগেরও রয়েছে যা দেশের ১৩ টি সংস্থা তৈরী করবে। জরুরী ভিত্তিতে করোনা আক্রান্ত পূর্ণ বয়স্ক রোগীদের ক্ষেত্রে এর ব্যবহার করা হবে’’।
Sponsored Ads
Display Your Ads Here
ওমিক্রনের আবহের মধ্যে কোভোভ্যাক্স এবং কর্বেভ্যাক্স ভ্যাক্সিনের ছাড়পত্র পাওয়ায় মানুষকে অনেকটাই স্বস্তি প্রদান করেছে।
Sponsored Ads
Display Your Ads Here