নিজস্ব সংবাদদাতাঃ মালদাঃ গতকাল রাতেরবেলা মালদার হরিশ্চন্দ্রপুর এক ব্লকের হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের থানাপাড়া এলাকায় পঞ্চায়েত ভোটের প্রার্থী বাছাইকে ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘাত শুরু হয়েছে। নেতৃত্বের সামনেই বুথ কমিটির বৈঠকে দু’পক্ষের বিবাদ ধস্তাধস্তিতে পৌঁছায়।
গতকাল তৃণমূল বুথ কমিটির বৈঠক থানাপাড়া এলাকায় ছিল। সেখানে তৃণমূলের হরিশ্চন্দ্রপুর অঞ্চলের দলীয় নেতারা ছিলেন। আগামী পঞ্চায়েত ভোটে ওই এলাকার সম্ভাব্য প্রার্থী নিয়ে আলোচনা হয়। প্রার্থী হিসাবে বর্তমান পঞ্চায়েত সদস্য বাসন্তী দাস ও হরিশ্চন্দ্রপুর ব্লক তৃণমূলের সহ সভাপতি সাগর দাসের নাম উঠে আসে।
Sponsored Ads
Display Your Ads Here
এরপরই এক পক্ষ বাসন্তী দাস এবং অন্য পক্ষ সাগর দাসকে প্রার্থী হিসেবে দাবী করে। যা নিয়ে স্থানীয় নেতৃত্বকে ঘিরে দু’পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়। যতীন মণ্ডল নামে এক জন তৃণমূল কর্মীর কথায়, ‘‘আমরা বাসন্তী দাসকে চাই। ওঁকে আবার প্রার্থী করা হোক। কারণ উনি এলাকার উন্নয়ন করেছেন। আর কোনো নাম যেন না যায়।’’
Sponsored Ads
Display Your Ads Here
আবার মনোতোষ মণ্ডল নামে এক তৃণমূল কর্মী জানান, ‘‘আমরা সাগর দাসকেও চাইছি। তবে যিনিই দাঁড়ান তাকেই আমরা ভোট দেব। কিন্তু তিন জনের নাম পাঠাতে হবে। তাই আমরা সেই নিয়মটা মেনে চলতে চাইছি। বাসন্তী দাসও যথেষ্ট ভালো প্রার্থী।’’ এদিকে বিষয়টি নিয়ে বিজেপি তৃণমূলকে কটাক্ষ করেছে।
Sponsored Ads
Display Your Ads Here
জেলা কমিটির সদস্য কিষাণ কেডিয়া বলেন, ‘‘কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলে তৃণমূল একটা জায়গাতেও জিততে পারবে না।’’ অন্যদিকে হরিশ্চন্দ্রপুর অঞ্চলের তৃণমূল সভাপতি সঞ্জীব গুপ্ত বলেছেন, ‘‘আমাদের মধ্যে কোনো ধস্তধস্তি হয়নি। দল ক্রমশ বেড়েছে। বিভিন্ন মত থাকতেই পারে। এই বুথেই হাজারের উপর তৃণমূল কর্মী। বিরোধীরা এখানে প্রার্থীই দিতে পারবে না।’’