নিজস্ব সংবাদদাতাঃ গতকাল শেখপুরার কাছে পূর্ব-মধ্য রেলের দানাপুর ডিভিশনের নওয়াদা-কিউল শাখায় বারাণসী থেকে আসা দেওঘরগামী বন্দে ভারত এক্সপ্রেসের ধাক্কায় এক জন প্রৌঢ় ও দু’টি মোষের মৃত্যু হয়েছে। ট্রেনের ধাক্কায় প্রৌঢ় এবং মোষ দু’টি কয়েক মিটার দূরে গিয়ে ছিটকে পড়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। মৃত ওই প্রৌঢ়ের নাম গোপাল যাদব।
প্রত্যক্ষদর্শীরা জানান, “গোপালবাবু রেললাইনের পাশ দিয়ে যাচ্ছিলেন। তখন দেখেন দু’টি মোষ রেললাইনে দাঁড়িয়ে ছিল। ওই সময় ওই লাইন ধরে বন্দে ভারত এক্সপ্রেস ছুটে আসছিল। এরপর গোপালবাবু মোষ দু’টিকে তাড়ানোর চেষ্টায় রেললাইনে উঠে পড়েন। কিন্তু ততক্ষণে ট্রেনটি খুব কাছে চলে আসায় সরতে পারেননি। আর ট্রেনের ধাক্কায় শূন্যে উঠে কয়েক মিটার দূরে গিয়ে আছড়ে পড়েন। মোষ দু’টিরও একই অবস্থা হয়।”
রেল সূত্রে খবর, ট্রেনের চালক আপৎকালীন ব্রেক কষে ট্রেনটিকে থামানোর চেষ্টা করলেও শেষরক্ষা হয়নি। এই ঘটনার জেরে নওয়াদা-কিউল শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়। স্থানীয়রা জানান, ‘‘প্রায়শই রেললাইনে গোরু, মোষ বা ছাগলের পাল উঠে পড়ে। তাতে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়। বিশেষ করে বন্দে ভারতের মতো দ্রুতগামী ট্রেনের ক্ষেত্রে এই সম্ভাবনা অনেকটাই বেড়ে যায়। তাই রেললাইনের ধার বরাবর বেড়া দিলে এমন ঘটনা ঘটত না।’’
Sponsored Ads
Display Your Ads Here