ব্যুরো নিউজঃ অতি সম্প্রতি জো বাইডেনের প্রেসিডেন্ট হওয়াকে কেন্দ্র করে আমেরিকার ক্যাপিটল বিল্ডিংএ ট্রাম্প সমর্থকরা বিক্ষোভ শুরু করায় এক অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়। যা মার্কিন ইতিহাসে এই প্রথম। এবার এই প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উগ্রবাদী সমর্থকদের ৭০ হাজারেরও বেশি অ্যাকাউন্ট টুইটারের পক্ষ থেকে সাময়িকভাবে বন্ধ করা হয়েছে।

- Sponsored -
গত ৮ ই জানুয়ারী স্থায়ীভাবে ডোনাল্ড ট্রাম্পের টুইটার বন্ধ করে দেওয়া হয়। এই প্রসঙ্গে টুইটার কর্তৃপক্ষ বলেছিল, “কয়েক দিন ধরে ট্রাম্পের করা টুইটগুলো গভীরভাবে বিশ্লেষণ করেই অ্যাকাউন্ট বন্ধের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে”।
আর এবার ট্যুইটার ট্রাম্প সমর্থকদের অ্যাকাউন্ট বন্ধ করতে উদ্যোগী হয়েছে। ব্লগপোস্টে টুইটার জানিয়েছিলেন, “ট্রাম্প সমর্থকরা শুক্রবার বিকেল থেকে চরমপন্থী কিউঅ্যাননের পোস্ট শেয়ার করায় কয়েক হাজার অ্যাকাউন্ট স্থায়ীভাবে বন্ধ করা শুরু করেছে। এমনকি এক ব্যক্তি অনেক অ্যাকাউন্ট পরিচালনা করে-এমন অ্যাকাউন্টও ছিল। ওয়াশিংটন ডিসিতে ট্রাম্প সমর্থকদের তাণ্ডবের ঘটনার পর ফের নতুন কোনো বড়োসড়ো বিপদের আশঙ্কায় এমন সিদ্ধান্ত নিয়েছে টুইটার”।