নিজস্ব সংবাদদাতাঃ বাঁকুড়াঃ কালবৈশাখী ঝড়ে একের পর এক বাড়ির চাল উড়ে যাওয়ায় বাঁকুড়ার ছাতনা ব্লকের মেট্যাপাড়া ও ঝাটিপাহাড়ি এলাকার ২২ টি পরিবার খোলা আকাশের নীচে দাঁড়াতে বাধ্য হয়েছে। ফলে গাছতলাতেই রান্নাবান্না চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাতেরবেলা প্রায় দশ মিনিটের জন্য ছাতনার মেট্যাপাড়া এবং ঝাটিপাহাড়ি এলাকায় কালবৈশাখী ঝড় হয়। এর জেরে সমগ্র লন্ডভন্ড হয়ে যায়। এছাড়া বেশ কয়েকটি বাড়ির অ্যাসবেস্টসের চালও উড়ে যায়। আবার এই ক্ষতিগ্রস্ত বাড়িগুলির মধ্যে বেশ কয়েকটি বাংলার আবাস যোজনায় নির্মিত।
Sponsored Ads
Display Your Ads Here
ঘর-বাড়ির পাশাপাশি ছাতনার একাধিক এলাকায় বিদ্যুতের খুঁটি ভেঙে গিয়েছে। তার ছিঁড়ে যাওয়ায় ওই দিন সারা রাত বিদ্যুৎ বিচ্ছিন্ন ছিল। তবে বুধবার সকালবেলা থেকে পরিষেবা চালু হয়ে গিয়েছিল।
Sponsored Ads
Display Your Ads Here
ছাতনা ব্লকের বিডিও শিশুতোষ প্রামাণিক বলেন, “কিছু দিন আগে ঝড়ে ছাতনা ব্লকে মোট ৩৭ টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছিল। ফের ঝড়ে ২২ টি বাড়ির চাল উড়িয়ে নিয়ে যাওয়ায় আপাতত ক্ষতিগ্রস্তদের ত্রিপল সহ অন্যান্য ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।’’
Sponsored Ads
Display Your Ads Here
তবে এ হেন পরিস্থিতি আবারও ঝড়-বৃষ্টি আসলে অসহায় পরিবারগুলি মাথা গোঁজার জন্য কোথায় গিয়ে আশ্রয় নেবেন তা নিয়ে পরিবারগুলি চরম দুঃশ্চিন্তায় দিন কাটাচ্ছেন।