ব্যুরো নিউজঃ কাজাখস্তানঃ রবিবার থেকে কাজাখস্তানের পশ্চিমের ঝানাওজ়েন শহরে এলপিজির চড়া মূল্য বৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলন কাজাখস্তানে রণক্ষেত্রের চেহারা নিয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতি আলমাটি ও রাজধানী নুর-সুলতানের মতো শহরেও ছড়িয়ে পড়ে।
গত মঙ্গলবার রাত থেকে আলমাটির পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠায় দেশের প্রেসিডেন্ট কাসিম জোমার্ট তোকায়েভ সেখানে জরুরী অবস্থা জারি করেন। এছাড়া নুর-সুলতানেও কার্ফু জারি করা হয়। পাশাপাশি প্রধানমন্ত্রী আসকার মামিনের নেতৃত্বাধীন ক্যাবিনেটকে বরখাস্ত করেন। সেই সঙ্গে সরকার বিরোধী বিক্ষোভ কড়া হাতে দমন করার বার্তাও দেন।
Sponsored Ads
Display Your Ads Here
বিক্ষোভকারীরা জরুরী অবস্থা অমান্য করে পথে নেমে প্রেসিডেন্টের প্রাসাদে আগুন ধরিয়ে দেয়। এমনকি মেয়রের অফিসও দখল করার সাথে সাথে বেশ কিছু সরকারী ভবনও নিজেদের দখলে নিয়ে সেখানে আগুন জ্বালিয়ে দেয়। এই ঘটনার জেরে পুলিশ বাধ্য হয়ে রাস্তায় জল কামান চালায়। এছাড়া গ্রেনেড ও কাঁদানে গ্যাসও ছোঁড়ে।
Sponsored Ads
Display Your Ads Here
গতকাল রাতেরবেলা দেশের বৃহত্তম শহর আলমাটিতে উন্মত্ত বিক্ষোভকারীরা একটি থানা দখল করতে গেলে পুলিশী গুলিতে প্রায় ১২ জন বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আবার বিক্ষোভকারীদের পাল্টা আক্রমণে ১২ জন পুলিশকর্মীও প্রাণ হারিয়েছে। এছাড়া কমপক্ষে ৩৫০ জন পুলিশকর্মী আহত হয়েছেন।
Sponsored Ads
Display Your Ads Here